১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী প্রতিবেদক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়া এলাকা থেকে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম- মো. আলমগীর শেখ (২৮)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোরহাব মণ্ডলের পাড়া এলাকার মো. আবুল কালাম শেখের ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্যে প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।
 দৈনিক দেশজনতা/ এন আর
প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ