স্পোর্টস ডেস্ক:
প্রথম পর্বে সিএসকেএ মস্কোর বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জিতে ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে কিছুটা নির্ভারই ছিল আর্সেনাল। কিন্তু দুই গোল খেয়ে স্বস্তি উবে গেয়ে শঙ্কায় পড়ে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। অবশ্য শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। আর দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের অগ্রগামীতায় ইউরোপা লিগের সেমি ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি।
খেলার ৩৯তম মিনিটে রুশ ফরোয়ার্ড ফিওদর চালোভের গোলে এগিয়ে যায় সিএসকেএ মস্কো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আলেকসান্দ্র গোলোভিনের দূরপাল্লার শট পেতর চেক ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হন। আলগা বল পেয়ে রুশ ডিফেন্ডার কিরিল নাবাবকিন ব্যবধান দ্বিগুণ করেন।
৭৫তম মিনিটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-২ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যামজি।
এদিকে দিনের আরেক খেলায় পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের মাঠে ১-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। তবে প্রথম লেগে ২-০ গোলের জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামীতায় শেষ চারে উঠেছে আতলেতিকো।
দৈনিক দেশজনতা/ এন আর