১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

পাকিস্তানে গানের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের লারকানা অঞ্চলের কানগা গ্রামে এক স্থানীয় শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঞ্চে গান গাওয়া অবস্থায় তাকে হত্যা করা হয়। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

২৪ বছর বয়সী সামিনা সামুন নামের ওই গায়িকাকে ডাকা হয়েছিল স্থানীয় একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্যে। তিনি সামিনা সিন্ধু নামেও পরিচিত। হত্যাকারীর নাম তারিক আহমেদ জাতোই। গায়িকার অপরাধ- বার বার অনুরোধের পরও তিনি দাঁড়িয়ে গান গাইছিলেন না। এ কারণেই তাকে গুলি করে তারিক।

ডনের এক প্রতিবেদনে জানানো হয়, তারিক সে সময় মাদকাসক্ত ছিলেন। তিনি গুলি করার আগে গায়িকাকে উত্যক্ত করছিলেন।

সামিনাকে দ্রুত চান্দকা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু গুলির ক্ষত তিনি সামলে নিতে পারেননি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে গায়িকার স্বামী সাংবাদিকদের বলেন, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীর দাবি, এখানে খুনি জোড়া খুন করেছেন। কারণ, কেবল তার স্ত্রীকেই নয়, সঙ্গে তার গর্ভের সন্তানকেও হত্যা করা হয়েছে।

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডন

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

 

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ