১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

আখাউড়ায় ৭৩০০ পিস ইয়াবাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক:   
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৩০০ পিস ইয়াবাসহ সেলিম মিয়া নামে এক যুবককে আটক করেছে কর্নেল বাজার বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, কর্নেল বাজার বিজিবি ক্যাম্প সদস্যরা শিবনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগরে বিশেষ এ অভিযান চালানো হয়।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, বিজিবি সদস্যরা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ