২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫০

খিলগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁওয়ে ক্রিকেট খেলায় জয় পরাজয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাসেল রনি নামে এক কিশোরকে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে তাকে খুন করে প্রতিপক্ষরা। নিহত রাসেল খিলগাঁও স্টাফ কোয়ার্টার হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাসা সি ব্লকের বউ বাজার এলাকায়। সে মৃত শহীদুল ইসলামের ছেলে।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গতকাল সকাল থেকে খিলগাঁওয়ের সি ব্লকে পুরাতন পুলিশ ফাঁড়ি মাঠে স্থানীয় কিশোর-তরুণদের ক্রিকেট টুর্নামেন্ট ছিল। বিকালে ডে-নাইট খেলা চলছিল। রাতে আলো জ্বালিয়ে খেলা করে রাসেল রনির দল ও তার প্রতিপক্ষরা। রাসেলের দল জিতে গেলে প্রতিপক্ষ দলের কয়েকজন তরুণ ও সমর্থক রানা ক্ষুব্ধ হয়ে ওঠে। রাসেলসহ তার দলের খেলোয়ারদের মারধর করে রানা ও পরাজিত দলের কয়েকজন খেলোয়াড়। একপর্যায়ে ওই মাঠেই রাত সাড়ে ৮টার দিকে রাসেলের পেটে ছুরিকাঘাত করে রানা পালিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ