১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ-বিএনপির প্রর্থীরা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় দুই রাজনৈতিক দল সমর্থিত মেয়র প্রার্থীসহ অন্য প্রার্থীরা।

গাজীপুর সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী হাসান সরকার সকাল পৌঁনে এগারোটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম সাড়ে বারোটার দিকে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা রয়েছে। এরই মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৮৩ জনে মধ্যে ১২১ জন ও সংরক্ষিত পদে ৯৭ জনের মধ্যে ৪২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে খুলনা সিটির বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মন্টু বেলা সাড়ে বারোটায় ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক দুপুর দুইটার পরে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। খুলনা সিটিতে মেয়র পদে ৮জনের মধ্যে ৭জনই আজ মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৮২ জন মধ্যে ২৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন মধ্যে ৭জন মনোনয়ন পত্র জমা দেবেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ৭:১৯ অপরাহ্ণ