২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ভারতে ভারী বৃষ্টিপাতে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বুধবার রাতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় ১২ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ধলপুরে সাতজন ও ভরতপুরে পাঁচজন মারা গেছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে।’
অপর এক কর্মকর্তা বলেন, ‘একটানা ভারী বৃষ্টিপাতে ধলপুরের কয়েকটি এলাকা ডুবে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষ রাস্তার পানি সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। আগ্রা-ধলপুরের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। রেল কর্তৃপক্ষ পুনরায় এই লাইনে ট্রেন চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
সিনিয়র এক আবহাওয়া কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাত হতে পারে।’ খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ৫:৩১ অপরাহ্ণ