২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতিতে চালিকা শক্তি হবে এশিয়া : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে এশিয়া। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে।
বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উদ্যোগে ঢাকা হাব অব গ্লোবাল শেপারস কমিউনিটির আয়োজনে‘শেপ সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, জ্ঞান নির্ভর এ বিশ্বে মেধা চর্চার বিকল্প নাই। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতা। সে কারণে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে দক্ষতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জন করতে নারী ও তরুণদের প্রতি আহ্বান জানান।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করতে প্রয়োজন প্রবৃদ্ধির সুবিধার তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া এ কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং ভাতা প্রদান করে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজিত সম্মেলনে ৬টি মহাদেশের ৩০টি দেশের ৫২টি শহরের ১০০জন তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস
দৈনিক দেশজনতা/ এন আর
প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ