নিজস্ব প্রতিবেদক:
শুক্রবারের পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, আগামীকাল জিরো পয়েন্টে অনুষ্ঠিতব্য ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বীকৃতি অর্জনের এ মহতী কার্যক্রম ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
১৩ এপ্রিল সকাল ৮টা থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে এবং ক্যাম্পেইনের জন্য অংশগ্রহণকারীরা নগর ভবনে জড়ো হবেন। সেখান থেকে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হবে।
পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচি বিষয়ক এক সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন, ভারতের একটি শহরে ৫ হাজার ৫৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার মধ্য দিয়ে গিনেস বুকে ওই কর্মসূচির নাম ওঠে। সেই রেকর্ড ভাঙার চেষ্টা করার পাশাপাশি জনগণকে সচেতন করা হবে এই কার্যক্রমের মাধ্যমে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

