১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

চেন্নাই থেকে সরে পুনে যাচ্ছে আইপিএল

স্পোর্টস ডেস্ক:

মঙ্গলবার এম চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল আইপিএলের চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কিংসদের প্রথম হোম ম্যাচ। ম্যাচ চলাকালীন পানির সংকট নিরসের দাবিতে মাঠে কিছু দর্শক প্রতিবাদ করেছেন। মাঠে জুতা নিক্ষেপসহ ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। সেই প্রতিবাদের মুখে এবার চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলো তাদের হোমগ্রাউন্ড থেকে সরে যাচ্ছে। চেন্নাইর পরবর্তী ম্যাচ পুনেতে অনুষ্ঠিত হবে।

বুধবার আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, ‘নিরাপত্তার কারণে চেন্নাই সুপর কিংসকে তাদের পরবর্তী ম্যাচগুলো চেন্নাই থেকে সরিয়ে পুনে নেয়ার জন্য বলা হবে।’ চেন্নাইয়ে পানির সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল। এর মধ্যে আইপিএল-এ স্টেডিয়ামে পানির ব্যবহার নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তাদের দাবি, চেন্নাইয়ের এই সংকটের সময় সেখান থেকে আইপিএল ম্যাচ সরিয়ে নেওয়া হোক। মাঠের বাইরে প্রতিবাদ হয়েছে। পোড়ানো হয়েছে জার্সি ও পোশাক। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কালো টি-শার্ট পরে কয়েকশ প্রতিবাদী ভেন্যুর কাছে এসে স্লোগান দিয়েছেন।

এছাড়া আইপিএল-এর ম্যাচ চেন্নাই থেকে সরিয়ে না নেয়া হলে মাঠে সাপ ছেড়ে দেয়ারও হুমকি দিয়েছেন প্রতিবাদকারীরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ