১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

বীরগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ১৫ দিন পর উদ্ধার

মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জের ১ স্কুল ছাত্রী অপহরনের ১৫ দিন পর উদ্ধার করে ইউনিয়ন গ্রাম্য সালিস আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী গ্রামের বালাডাঙ্গীর শহিদুল ইসলামের মেয়ে দক্ষিন পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার (১৪)’কে একই ইউনিয়নের চকমহাদেব গ্রামের হযরত আলীর লম্পট ছেলে নওশাদ অরফে হৃদয় চৌধুরী (২৮) গত ২৪ মার্চ অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে পালিয়ে যায়।

অপহৃত স্কুল ছাত্রী লিজা আক্তারের বাবা বাদী হয়ে মেয়েকে উদ্ধারের জন্য লম্পট নওশাদ অরফে হৃদয় চৌধুরীর বাবা, বড় ভাই ও অপর ২ জন সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এসআই আতিক জানান, অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গত ১০ এপ্রিল লিজাকে কৌশলে উদ্ধার করে মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোপর্দ করেছি। মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রী লিজা আক্তারের বয়স ১৪ বছর ২মাস সে প্রেমিকের সাথে বিয়ে হয়েছে বলে দাবি করেছে। তিনি লিজাকে থানায় না পাঠিয়ে তার বাবার জিম্মায় হস্তান্তর করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ৯:২৭ অপরাহ্ণ