নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ব্রেকিংনিউজকে জানান পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে।
মামলায় মোট কয়জনকে আসামি করা হয়েছে সেসব বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত পুলিশ জানায়নি।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রোববার ঢাকার শাহবাগ মোড় অবরোধ করলে রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাদের রাবার বুলেট-টিয়ারশেল ছুড়ে সরিয়ে দেয়। পরে বিক্ষোভ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। সংঘর্ষ চলাকালীন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

