২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৪

২২২ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেনহ ২২২ শিক্ষকের করা পৃথক ৫টি রিট আবেদনে এ রায় দেন আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামীন সরকার ও খন্দকার মো. বশির।

রায়ের পর অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতনের সরকারি অংশ হিসেবে শতকরা ৯০ ভাগ পেয়ে থাকেন।

তিনি বলেন, রিট আবেদনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশ)। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। কিন্তু রিট আবেদনকারীরা বেতনের সরকারি অংশ (এমপিও) পাচ্ছেন না। এ কারণে রিট আবেদন করা হয়। এসব রিট আবেদনে রুল জারি করেন আদালত। এসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত বুধবার রায়ে রিট আবেদনকারীদের এমপিও দিতে নির্দেশ দিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ৮:৩৪ অপরাহ্ণ