১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

জাবিতে ভিসির উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর হামলা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের উপস্থিতিতেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘটনাস্থলে বক্তব্য দিতে আসেন। এক পর্যায়ে ভিসির বক্তব্যের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালায়। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

হামলার সময় ভিসি বক্তব্য শেষ না করেই তড়িঘড়ি করে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে প্রায় ৮ ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ থাকায় ওই মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার গাড়ি। চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করার পরে শিক্ষার্থীরা চলে যাওয়ায় মহাসড়কে যানচলাচল শুরু হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ৭:৫৩ অপরাহ্ণ