১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

খুলনায় ৬ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ, আটক ৯

খুলনা প্রতিবেদক:
খুলনায় ৬ লাখ ৩০ হাজার টাকার গলদা চিংড়ির পোনা (রেণু) জব্দ করেছে কোস্টগার্ড। ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে তা পাচার করা হয়েছিল। বুধবার সকালে নগরীর খানজাহান আলী (রহ) সেতু এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়। এসময় একটি প্রাইভেটকার ও ৪টি মোটরসাইকেলসহ ৯জনকে আটক করা হয়।
তারা হচ্ছে- অনুপম মণ্ডল (৩২), মো. বিল্লাল হোসেন (২২), রবিউল ইসলাম (৩৪), মো. আবু হানিফ (২০), মো. ফারুক হোসন (২৬), মেহেদী হাসান (২০), হাসান মোড়ল (২৬), বিধান সরকার (২৭) ও সাগর ইসলাম (২৪)। এদের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশনের পেডি অফিসার তাহেরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ভোরে খানজাহান আলী (রহ) সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ পলি গলদার রেণু পোনা জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল চারটির মধ্যে একটি ডিসকভার ও তিনটি হিরো হোন্ডা কোম্পানির। এরমধ্যে ২টি মোটরসাইকেল নম্বরবিহীন।
কোস্টগার্ড জানায়, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে এসব রেণু পোনা সাতক্ষীরার দেবহাটা থেকে বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা মোকামে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি পলিতে ১৫ হাজার রেণু ছিল। এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ