১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

পার্লামেন্ট সচলে অনশনে মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশন চলছে। কিন্তু বিক্ষোভের মুখে পার্লামেন্টের অধিবেশন বারবার ব্যাহত হচ্ছে। এরই প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহসহ অন্যান্য নেতা সারাদিন অনশন করবেন। খবর ইন্ডিয়া টুডের।

বিজেপি মুখপাত্র জি.ভি.এল. নরসীমা রাও বলেছেন, প্রধানমন্ত্রী অনশনে বসবে। তবে তিনি তার অফিসিয়াল দায়িত্ব ঠিকই পালন করবেন।বিরোধীদের পার্লামেন্ট কার্যক্রম ব্যাহত করার প্রতিবাদে বিজেপি যে দিনভর অনশনের ঘোষণা দিয়েছে সেটির অংশ হিসেবেই প্রধানমন্ত্রী অনশনে বসবেন।

গত সপ্তাহে বিজেপি অনশন কর্মসূচির কথা ঘোষণা করে।বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ কর্ণাটকের হুবলিতে অনশন পালন করবেন। বিজেপি প্রধান সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। আর দলের এমপিরা তাদের নির্বাচনী এলাকায় অনশন করবেন।

গবেষণা প্রতিষ্ঠান পিআরএস লেজিসলেটিভ রিসার্চ জানিয়েছে, চলতি অধিবেশন ২০০০ সালের পর থেকে সবচেয়ে কম কার্যকর ছিল।এদিকে এই অচলাবস্থার জন্য বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস একে অপরকে দায়ী করেছে।এর আগে সোমবার কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মহাত্মা গান্ধীর সমাধিসৌধে কংগ্রেসের অনশনে নেতৃত্ব দেন।

সূত্র: এ/পি

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ