১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

সরকার স্পর্শকাতর সময় পার করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সরকার এখন স্পর্শ কাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা ১২ টার দিকে কাদের এ কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, সরকার এখন স্পর্শ কাতর সময় পার করছে। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যা বলার তা আমি বলেছি। এর কেউ যদি এনিয়ে কথা বলে তাহলে সেটার তার নিজের বক্তব্য। এসময় ক্ষমতার দাপট না দেখাতেও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১:৫৫ অপরাহ্ণ