স্পোর্টস ডেস্ক:
ভারত-বাংলাদেশ এবং নেপালকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। টানা দুই জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ মঙ্গলবার ভারতকে ৩৬ রানের বড় ব্যবধানে হারায়। এর আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজরা।
গতকাল ভারতের গান্ধী পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই দুই ওপেনার রিপন ও অধিনায়ক মহসিন সাজঘরে ফিরেন। আগের ম্যাচের জয়ের নায়ক মিঠুও ফাইনালে ব্যাট হাতে সফল হননি। এরপর দলের হাল ধরেন উজ্জল ও সাজ্জাদ। এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৯ রান তুলে বাংলাদেশ। ভারতের হয়ে দুইটি উইকেট লাভ করেন সৌরভ।
বাংলাদেশের দেওয়া ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে, নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৪৭ রানে থামে ভারতের ইনিংস। মোর্শেদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সৌরভ ৭৪ এবং সঞ্জয় ৩৩ রান করলেও ১৮০ রানের টার্গেটে পৌঁছাতে পারেনি ভারত। বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নেন মোর্শেদ।