১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

সিরিয়া ইস্যুতে আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ তুলে দেশটিতে কোনো ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আপনারা (যুক্তরাষ্ট্র ও মিত্ররা) যে পরিকল্পনা করছেন তা থেকে বিরত থাকতে আমি আপনাদের ফের অনুরোধ করছি।’ বুধবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পূর্ব গৌতা এলাকার দৌমা শহরে কথিত রাসায়নিক হামলার ঘটনা তদন্তের জন্য আমেরিকা ও তার মিত্ররা মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে অনুসন্ধানের একটি প্রস্তাব আনলে রাশিয়া তাতে ভেটো দেয়। ফলে তা ভেস্তে যায়।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমেরিকা ও তার মিত্ররা কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই একটি স্বাধীন ও সার্বভৌম দেশকে এমন একটি ঘটনার জন্য অভিযুক্ত করছে যে ঘটনাটি ঘটেইনি। তিনি বলেন, সিরিয়ার দৌমায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের কোনো ধরনের দলিল-প্রমাণ নেই।

এসময় তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘কোনো ধরনের অবৈধ সামরিক পদক্ষেপ গ্রহণ করলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।’ তবে পশ্চিমা নেতারা জানিয়েছেন, সিরিয়ার দৌমায় কারা রাসায়নিক হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তারা একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সিরিয়ার সরকারের রাসায়নিক অস্ত্রকে লক্ষ্য করে নেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ