নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৪৯ টাকা ও শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৩১ টাকা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী ১০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ডিএসই’র ওয়েব সাইট সূত্রে জানা গেছে, ২ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনধারী ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৯৫ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সমাপনী বাজার দর ছিল ১৫.৭০ টাকা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ