নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। একই সময় ছাত্রীরা একটি মিছিল বের করে।
মধ্যরাতে বিভিন্ন হলে হামলা ও সুফিয়া কামাল হলে আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় উত্তপ্ত অবস্থা দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় বুধবারের কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এ অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করা হবে।
এ ঘোষণা দিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী নিজে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর টিএসসি সংলগ্ন এলাকা থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করেন আন্দোলনকারীরা। রাত সাড়ে ৮টার পর সড়কটি দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
দৈনিকদেশজনতা/ আই সি