স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার দিবাগত রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল। ফিরতি লেগে ২-০ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে সেমিফাইনালে চলে যাবে লস ব্লাঙ্কোসরা। সেটা হলে রেকর্ড ২৯তম বারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে তারা। যা অন্য কোনো ক্লাব কখনো পারেনি।
কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে বার্সেলোনা এর আগে ১৫ বার, জুভেন্টাস ১২ বার, লিভারপুল ৯ বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছে। রিয়াল মাদ্রিদ এবারও যদি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে তাহলে সেটা হবে ১৯৭৬ সালের পর প্রথম কোনো দল হিসেবে টানা তিনবার শিরোপা জয়। ৪২ বছর আগে বায়ার্ন মিউনিখ টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। রিয়াল মাদ্রিদ ২০১০-১১ মৌসুম থেকে নিয়মিত সেমিফাইনাল খেলছে।
তবে প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকলেও আশা ছাড়ছেন না জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, ‘আমরা আহত সিংহ। মৃত নই।’ ক্রিস্টিয়ানো রোনালদো যে ফর্মে আছেন, তাতে ঘরের মাঠে তিনি কী করে বসেন সেটা কে জানে? জুভেন্টাসের মাঠে তাদের সমর্থকদের মন জয়ের পর ঘরের মাঠে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন রোনালদো? সেটা জানতে অপেক্ষা করতে হবে বুধবার গভীর রাত পর্যন্ত।
দৈনিকদেশজনতা/ আই সি