১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে কর্মরত, বসবাসরত এবং আগত সকল যুক্তরাষ্ট্রের নাগরকিদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, স্থানীয় সংবাদ অনুযায়ী, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু যানবাহন পুড়িয়ে দেয়া হয় এবং সংঘর্ষ বাধে। যেহেতু পরবর্তী কয়েক দিন ধরে বিক্ষোভ চলতে পারে। তাই এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ