২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৯

কোটা সংবিধান বিরোধী: আকবর আলী খান

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান। গতকাল মঙ্গলবার রাতে বেসরকারি একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আকবর আলী খান বলেন, সংবিধানে মেধা ভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে। কোটা ভিত্তিক নয়। তাই বিদ্যমান কোটা ব্যবস্থা সংবিধান বিরোধী। এ কোটা সংস্কার হওয়া দরকার। না হলে এটা অনেক দুর্নীতির সৃষ্টি করবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে এটার কোনো নিশ্চিয়তা নেই। আবার রাজাকারের সন্তান হলেই যে রাজাকারের চেতনায় উদ্বুদ্ধ হবে সেটারও কোনো নিশ্চিয়তা নেই। সব মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না। যারা অনগ্রসর শুধু তারাই কোটা পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ