১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

বিএনপির নেতাদের জামিন বাতিলে মহাসচিবের উদ্বেগ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মহানগর বিএনপির হকারবিষয়ক সম্পাদক আবদুল বাতেন, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়াসহ ৫৩ জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম লানতা, পৌর বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ শাহীন এবং জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া আজ মঙ্গলবার রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই সমস্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারও রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বুঝতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ণ চালানো এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার কারণে এবার ক্ষমতাচ্যুত হলে আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ নেই। এজন্য বেপরোয়া আচরণের মাধ্যমে সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনে আরও হিংস্র হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেছেন, জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ণ নির্যাতন চালিয়ে কোন স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান স্বেচ্ছাচারী শাসকগোষ্ঠীও জনগণের সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবেই।

সারাদেশ বিভিন্ন জেলা ও উপজেলায় আদালতগুলোতে হাজার হাজার নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে বেপরোয়া গতিতে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৮:৫২ অপরাহ্ণ