নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার করা উচিত মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীতে সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা অবশ্যই থাকবে, তবে এটি সংস্কার করা উচিত। কোটা সংস্কারের বিষয়টি আমার মন্ত্রণালয়ের কাজ নয়। তারপরেও আমি প্রধামন্ত্রীকে পরামর্শ দিয়েছি কোটা সংস্কার করার জন্যে। আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই সরকারি চাকরিতে কোটা প্রথা থাকতে হবে। আগামী বাজেটের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
দৈনিক দেশজনতা /এন আর