স্পোর্টস ডেস্ক:
প্রথম লেগে বড় ব্যবধানের জয়ে অনেকটাই নির্ভার বার্সেলোনা। তবুও চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে আজ নিজেদের সেরাটা জানান দিতে রোমার মাঠে খেলতে নামবে কাতালান ক্লাবটি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে বার্সা পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল। কিন্তু ফিরতি লেগে ৬-১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেয় কাতালানরা। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই ঘরের মাঠে ৪-১ গোলে এগিয়ে শক্তিশালী বার্সা। ন্যু ক্যাম্পে পাওয়া একটি অ্যাওয়ে গোল রোমাকে আশা দেখালেও দলটির পাড় ভক্তরাও আজ ফিরতি লেগে ইতালিয়ান ক্লাবটির সম্ভাবনা দেখছেন খুবই কম। সম্প্রতি দারুণ ফর্মে থাকা বার্সা বলেই হয়তো রোমার বিপক্ষে বাজি ধরার সাহস পাচ্ছেন না অনেকেই।
সব প্রতিযোগিতায় শেষ ৫ ম্যাচের ৪টি জয় ও আরেকটি ড্রয়ে রীতিমত উড়ছে বার্সা। অন্যদিকে শেষ ৫ ম্যাচের মাত্র ২টিতে জিতে রীতিত ধুঁকছে রোমা।
দৈনিক দেশজনতা /এন আর