২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

লাইফ সাপোর্টে মির্জা ফখরুল এর মা

নিজস্ব প্রতিবেদক:

লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে (৮৬)। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন।

মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করছে।

বিএনপি মহাসচিব ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে আছেন। ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ