১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীরা বলেন, আগামী ৩ দিনের মধ্যে আমাদের দাবি মানতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা বলেন, তাৎক্ষণিকভাবে যদি ৫ জেলার নাম পরিবর্তন করা যায়, তাহলে কোটা সংস্কার কেন করা যাবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১:৫৬ অপরাহ্ণ