১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

সরকারি ‘এজেন্ট’ দিয়ে ভিসির বাসভবনে হামলা : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্ররতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে নিয়ে যেতে সরকারিই তাদের ‘এজেন্ট’ দিয়ে ঢাবি ভিসির বাসভবনে হামলা করা হয়েছে।

তিনি বলেন, দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে আটক কিংবা গ্রফতার করেনি। এ হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভি আহমেদ বলেন, জনমনে প্রশ্ন উঠেছে, শান্তিপূর্ণ এ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের এজেন্টদের দিয়ে হামলা করা হয়েছে কি না। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের ১০ মিনিটের মাথায় এ হামলা সংঘটিত হয়। হামলার সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল এবং কাউকে আটক অথবা গ্রেফতার করেনি।

রিজভী আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী ছাড়া আর কেউ এ ধরনের হামলা ও ভাঙচুর করার সাহস রাখে কি? তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দেয়। ছাত্রছাত্রীদের ওপর গুলি, কাঁদানে গ্যাসের শেল দিয়ে যে নির্যাতন করা হয়েছে এবং শত শত ছাত্রছাত্রী রক্তাক্ত অবস্থায় যেভাবে কাতরাচ্ছিল, সেটা দেখে সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় চলছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের চিকিৎসা থেকে বঞ্চিত করাসহ নানাভাবে কষ্ট দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি মেডিকেল বোর্ড বেগমখালেদা জিয়াকে অর্থোপেডিক বেড দেয়ার সুপারিশ করলেও সেটি এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। হাইকোর্ট জামিন দেয়ার পরও বেগম খালেদা জিয়াকে কষ্ট দিতে সরকারের নির্দেশে জামিন স্থগিত করে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জোর দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১২:৩৮ অপরাহ্ণ