খুলনা প্রতিনিধি:
কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে খুলনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৯ এপ্রিল) বিকেল থেকে মহানগরীর জিরোপয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা জেলা শাখার শিক্ষার্থীরা।
এর ফলে খুলনা-ঢাকা, খুলনা-সাতক্ষীরা, খুলনা-যশোর, খুলনা-বাগেরহাট, খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নর্থ ওয়েস্ট্রার্ন ইউনিভারসিটি, সরকারি বিএল কলেজসহ সরকারি-বেসরকারি কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এছাড়াও তাদের সঙ্গে যোগ দিয়েছে সরকারি চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা।
কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। এরই অংশ হিসেবে রোববার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার শাহবাগ মোড়ে অবরোধ শুরু করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
দৈনিকদেশজনতা/ আই সি