নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সব ধরনের ক্লাস বর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল হতে ক্লাস বর্জন করে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জটলা করতে থাকে। ফলে বেশির ভাগ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
ক্লাস বর্জন করার বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাজিজুল ইসলাম বলেন, যারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এ কারণে আমরা সব ক্লাস বর্জন করছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাই আমরা এ বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার চাই। মনোবিজ্ঞান বিভাগের তাসনিম জান্নাতি বলেন, পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আমরা সব ধরনের ক্লাস বর্জন করছি। কোটা সংস্কার আন্দোলন আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন।
এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের গেটে অবস্থান নেয়া কোতোয়ালি থানার এসআই মশিউর রহমান বলেন, আন্দোলনকারীরা যদি গেট পার হতে চেষ্টা করে তবে আমরা তাদের বুঝাবো। আপাতত অ্যাকশনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সব ধরনের ক্লাস বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

