১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়বঞ্চিত রিয়াল

স্পোর্টস ডেস্ক:

আরও একবার দ্যুতি ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেললেন দুর্দান্ত, সতীর্থদের খেলালেন। তবু জয় ছিনিয়ে নিতে পারল না রিয়াল মাদ্রিদ। ফের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়বঞ্চিত থাকতে হল লস ব্লাঙ্কোজদের। অনেক আলোচনার ডার্বি শেষ হয়েছে ১-১ সমতায়। এ নিয়ে পাঁচ বছর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকোকে হারাতে পারল না রিয়াল।

মাদ্রিদ-ডার্বিতে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর হামলে পড়ে রিয়াল। যথারীতি নেতৃত্ব দেন রোনাল্ডো। প্রথমার্ধে বেশ কটি দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি। ১১ মিনিটে মার্কো এসেনসিও ও ৪২ মিনিটে মার্সেলোর শট বার কাঁপালেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। এ অর্ধে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাক। রাফায়েল ভারানে ও দানি কারভাহালের দুটি শটও অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। দুরন্ত রোনাল্ডোকেও দুবার গোলবঞ্চিত করেন ওবলাক।

দ্বিতীয়ার্ধেও চিরচেনা রূপে আবির্ভূত হয় রিয়াল। এবার ফলও আসে। ৫৩ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে অবশেষে ওবলাককে হার মানান রোনাল্ডো। এ নিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন সিআর সেভেন। তবে রিয়ালের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৭ মিনিটে লুকাস হার্নান্দেজের সঙ্গে ওয়ান-টু করে রিয়ালের জালে বল পাঠিয়ে দলকে সমতায় ফেরান আঁতোয়ান গ্রিজমান। পরের মিনিটেই এগিয়ে যেতে পারত অ্যাটলেটিকো। কিন্তু কোকের সেভ ঠেকিয়ে দেন নাভাস।

৬২ মিনিটে রোনাল্ডোকে তুলে বেনজেমাকে এবং ৭১ মিনিটে ইসকো ও মডরিচকে নামালেও সাফল্য আসেনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে। ডার্বি জয় করাও হল না।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ