১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

কোটা সংস্কার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় রংপুর প্রবেশের প্রাণকেন্দ্র মডার্ন মোড় অবরোধ করেন তারা। এতে করে রংপুর বিভাগের আট জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজটে মানুষ নাকাল হয়ে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অবরোধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে দুপুরে একই দাবিতে দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রংপুর বিভাগীয় কমিটির ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণ-পদযাত্রা শুরু হয়ে পার্কের মোড় হয়ে নগরীর লালবাগে গিয়ে কারমাইকেল কলেজ থেকে বের হওয়া অন্য একটি পদযাত্রার সাথে মিলিত হয়। পরে সম্মিলিতভাবে গণ-পদযাত্রাটি লালবাগ মোড় ঘুরে পার্কের মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

রংপুর কোতয়ালি থানার ওসি বাবুল মিয়া বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৯:৪৪ অপরাহ্ণ