১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

প্রধান বিচারপতি আঙুল চোষা আরম্ভ করবেন!

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মনে করেন, বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে থাকলে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তখন প্রধান বিচারপতি আঙুল চোষা আরম্ভ করবেন! মঙ্গলবার উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে অ্যামিকাস কিউরিদের মতামতের ওপর শুনানি চলাকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

এ সময় আদালতের অনুমতিক্রমে নিজ বক্তব্যের ওপর শুনানি করছিলেন সাবেক আইনমন্ত্রী মতিন খসরু। তিনি বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকার বিষয়টিকে সমর্থন করে শুনানি করেন।

তখন প্রধান বিচারপতি মতিন খসরুকে উদ্দেশ্য করে বলেন, মনে করেন সংসদে অ্যাটর্নি জেনারেল একটি পক্ষ (দল), আপনি (মতিন খসরু) একটা পক্ষ আর আমির-উল ইসলাম একটা পক্ষ। তখন বিচারপতিকে ডাকলেন (অপসারণের জন্য)। কিন্তু কীভাবে (সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে) ব্যবস্থা গ্রহণ(অপসারণ) করবেন? প্রধান বিচারপতি আঙুল চোষা আরম্ভ করবেন।

মতিন খসরু বলেন, আমরা সর্বসম্মত হয়ে (সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে) ব্যবস্থা নেব।

প্রধান বিচারপতি বলেন, ‘বিগত ৪৫ বছরে কেউ কারো (একদল অন্যদলের) আমন্ত্রণে যাননি। তাহলে এখানে (সংসদে) সর্বসম্মত হবেন কীভাবে?’

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যারা বঙ্গবন্ধুর নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন না, তাদের সঙ্গে কীভাবে মিলবে?’

তখন প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে থামিয়ে দেন এবং বসতে অনুরোধ করেন। এরপর মতিন খসরু পুনরায় তার শুনানি শুরু করেন।

 

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ৩০, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ