১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষা নিশ্চিত অর্জনে মা সমাবেশ অনুষ্ঠিত

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি প্রাথমিক শিক্ষা নিশ্চিত অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষে মা সমাবেশ করেছেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ৮ এপ্রিল রবিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি তার বক্তব্যে বলেন,  শিক্ষাখাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ প্রদান করছেন সেই সাথে নিম্ন আয়ের জনসাধারণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সর্বোপরি সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দীন, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নুর ইসলাম নুর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দীনসহ বিভিন্ন সহকারী শিক্ষা অফিসার গন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৭:০৬ অপরাহ্ণ