২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

মিরপুরে মুদ্রার কারখানায় ৪০ লাখ জাল রুপি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের মনিপুরী এলাকায় একটি জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে ৪০ লাখ জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে।

আজ রবিবার দুপুর থেকে অভিযান শুরু হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিজানুর রহমান ভূঞা ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সেখানে অভিযান চলছে জানিয়ে মিজানুর রহমান বলেন, এই পর্যন্ত সেখান থেকে ৪০ লাখ ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৬:২৭ অপরাহ্ণ