১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সার্ক সম্মেলনে যোগ দিতে অনিচ্ছুক ভারত

অনলাইন ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সামিটে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন।  তার অনিচ্ছার কথা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে জানিয়েছেন। পাকিস্তান ভারতের ভেতর সন্ত্রাসীদের মদদ দেয়ায় শনিবার নেপালের প্রধানমন্ত্রীকে এই অনীহার কথা জানান মোদি। খবর এশিয়ান নিউজ নেটওয়ার্কের।

নরেন্দ্র মোদি বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্ক সম্মেলনে যোগ দেয়া কঠিন। নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখালে।

সম্প্রতি নেপাল সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি তার দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি শহরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলে সার্ক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় ভারত। পরে একে একে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ভারতের পদাঙ্ক অনুসরণ করে। ফলে আটকে যায় ইসলামাবাদের সার্ক সম্মেলন।

এদিকে নেপাল চলতি বছরের শেষদিকে বিসমটেক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে মোদিকে জানিয়েছেন অলি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ