১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

দেশভাগের এক অমীমাংসিত ইস্যু হল কাশ্মীর: আব্বাসি

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, দেশভাগের এক অমীমাংসিত ইস্যু হলো কাশ্মীর। শুক্রবার কাশ্মীর সলিডারিটি ডে (সংহতি দিবস) উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধম্য হিন্দুস্তান টাইমস।

দিনটি উপলক্ষে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সহিংসতার নিন্দাও করেন পাকিস্তানের শীর্ষ নেতারা।

কাশ্মীরের জনগণের অধিকার লঙ্ঘন বন্ধ এবং সেখানকার ঘটনা তদন্ত করতে ভারত যাতে অনুমতি দেয় সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা উচিত বলেও উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী।

কাশ্মীরের জনগণের আত্ম-নিয়ন্ত্রণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান আব্বাসি।

আব্বাসি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কাশ্মীরিদের আত্ম-নিয়ন্ত্রণের কথা বলা হলেও ভারত তা ক্রমাগত অস্বীকার করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দক্ষিণ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযান এবং অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও জনতার সংঘর্ষে অন্তত ২০ কাশ্মীরি নিহত হয়। এ ছাড়া বিদ্রোহীদের হামলায় দেশটির তিন জওয়ান নিহত হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ২:০২ অপরাহ্ণ