১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুয়েন্সটারে গতকাল শনিবার রেস্তোরাঁর চত্বরে মানুষের ভিড়ের মধ্যে একটি ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সংকটজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই ভ্যানটির চালক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন খোঁজা হচ্ছে না। প্রাথমিকভাবে এ ঘটনাকে হামলা বলে মনে করা হলেও জার্মান পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেনি।

একটি ছবিতে দেখা যাচ্ছে মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নিচে একটি রেস্টুরেন্টের মাঝখানে এই গাড়িটি। চারপাশে গাড়িটির ধাক্কায় ভেঙ্গে পড়া টেবিল চেয়ার।

পুলিশ জানিয়েছে, ওটি ডেলিভারি ভ্যান ছিল। ভ্যানে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে সেটি কী তা স্পষ্ট করেনি তারা। পুলিশের মুখপাত্র অ্যান্ড্রিয়াস বোড বলেছেন, তাঁরা এখনই ঘটনাটিকে হামলা বলে ঘোষণা দিতে পারছেন না। তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘ঘটনাস্থলের চিত্র এমন যে হামলার বিষয়টি বাতিল করা যাচ্ছে না।’

জার্মানির স্পিগেল ম্যাগাজিনের অনলাইনে বলা হয়, কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘হামলা’ বিবেচনা করলেও এখনই ঘোষণা দেওয়ার মতো নিশ্চিত হতে পারেনি। আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইটবার্তায় বলা হয়েছে, ‘মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি।’ এ নিয়ে জল্পনা না করার আহ্বানও জানিয়েছে তারা।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, রেস্তোরাঁর যে জায়গাটিতে লোকজন বসে থাকে সে দিকটিতেই ভ্যানটিকে দ্রুত বেগে উঠে যেতে দেখেছেন তিনি। তাই এটা যে পরিকল্পিত হামলা সে বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ঐ ঘটনায় নিহত হয়েছিল ১২ জন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ