১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

আইপিএল দেখবেন যেসব চ্যানেলে

স্পোর্টস ডেস্ক:

ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে আজ (শনিবার) থেকেই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফেরা চেন্নাই সুপার কিংস। আজ (৭ এপ্রিল) থেকে শুরু হয়ে আইপিএলের জমজমাট এই আসর চলবে ২৭ মে পর্যন্ত।

প্রায় ৫০ দিনের এই টুর্নামেন্ট নিয়ে শুধু ভারতই নয়, উত্তেজনায় ঠাসা থাকে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের মত বাংলাদেশেও আইপিএল নিয়ে নামুষের তীব্র আকর্ষণ। কখন কার খেলা, কে কার বিরুদ্ধে জিতলো, কে কত রান করলো কিংবা কত উইকেট পেলো, এমনকি কে কতটা ছক্কা মারলো এসব জানার তীব্র নেশা যেন সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষের।

এবারের ১১তম আসরে আইপিএল মাতাবে আটটি দল। এবার পরিবর্তন এসেছে অফিশিয়াল সম্প্রচারস্বত্ত্বেও। এবারের অফিসিয়াল সম্প্রচার থাকবে স্টার স্পোর্টসের অধীনে।

২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ৫ বছরের আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। প্রতি মৌসুমের জন্য তাদের গুনতে হবে ৫০৮ মিলিয়ন ডলার। ইংলিশের পাশাপাশি আরও পাঁচ ভাষায় খেলা সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এগুলা হলো-  বাংলা, হিন্দি, তামিল, কানাড়া, তেলেগু। এছাড়া হটস্টারেও খেলাগুলো সরাসরি দেখা যাবে।

স্টার স্পোর্টস ও চ্যানেল নাইনের মাধ্যমে এবারের আইপিএলের ম্যাচগুলো দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। এক নজরে আইপিএলের সম্প্রচার চ্যানেলের তালিকা-

ভারত: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ১, সুভার্না প্লাস, জলসা মুভিজ এইচডি, মা মুভিজ।

আমেরিকা: উইলো টিভি।

কানাডা: উইলো টিভি।

ইংল্যান্ড: স্কাই স্পোর্টস।

আফ্রিকা: সুপার স্পোর্টস।

মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা: বিইন স্পোর্ট।

পাকিস্তান: জিও সুপার।

বাংলাদেশ: চ্যানেল নাইন।

নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস।

অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস।

আফগানিস্তান: লেমার টিভি।

#অনলাইন:

হটস্টার: ভারত, আমেরিকা, কানাডা।

ইয়ুপ টিভি: অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা।

আইপিএলের এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আগের ছয় আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব এবার খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অন্যদিকে আগেরবার সানরাইজার্সে খেলা মুস্তাফিজ এবারের মৌসুমে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলের

১১তম আসরের সূচনার দিনেই মাঠে নামবে মুস্তাফিজের দল, প্রতিপক্ষ  চেন্নাই সুপার কিংস। অন্যদিকে সাকিবের প্রথম খেলা ৯ এপ্রিল।

দৈনিকদেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৬:৩৩ অপরাহ্ণ