১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নিজেই নেবেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না করানোয় ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরিশাল নগরীর বান্দ রোডে হেমায়েতউদ্দিন ঈদগা মাঠে শনিবার বিকেলে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বলেছিলেন, তাকে যেন কোনো প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করানো হয়। অথচ তা না করে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমাদের বুকের ওপর দানব বসেছে। এই দানব পরাজিত করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। যাতে দেশে একটি জনগণের সরকার সৃষ্টি হয়।

বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে কারান্তরীণ রেখে কোনো নির্বাচন হবে না- হতে পারে না। খালেদা জিয়াকে মুক্ত করে নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশ না-কি উন্নয়নশীল হচ্ছে। উন্নয়ন জনতার হয়নি, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল, চালের দাম দশ টাকা হবে। অথচ চালের কেজি এখন ৭০ টাকা আর প্রতিটি পণ্যের দাম তিন-চার গুণ বেড়েছে। যার ফলে দেশের মানুষ চরম অভাবে পড়েছে।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, স্থায়ী কমিটির সমদ্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ।

 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৬:৫৪ অপরাহ্ণ