১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

রাবাদার পরিবর্তে প্লাংকেটটকে দলে ভিড়িয়েছে দিল্লি

স্পোর্টস ডেস্ক:

পিঠের ইনজুরির কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যান দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। যার ফলে তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকাসহ ক্ষতিগ্রস্ত হয় আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসও। তবে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে রাবাদার পরিবর্তে ইংলিশ পেসার লিয়াম প্লাংকেটটকে দলে ভিড়িয়েছে দিল্লি।

টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন টেস্ট ক্রিকেটের শীর্ষ বোলার রাবাদা।ফলে বাধ্য হয়েই তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হয়েছে দিল্লিকে। রাবাদার পরিবর্তে সুযোগ পেয়েছেন এখনো পর্যন্ত আইপিএলে কোন ম্যাচ না খেলা লিয়াম প্লাঙ্কেট। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান প্লাঙ্কেট। এবার রাবাদার ইনজুরিতে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি।

গত জানুয়ারিতে হওয়া আইপিএল নিলামে অবিক্রিতই ছিলেন দুই কোটি রুপি ভিত্তি মূল্যের ডানহাতি পেসার প্লাঙ্কেট। নিলামে অধিভুক্ত খেলোয়াড়দের তালিকা থেকে ভিত্তি মূল্য দিয়েই তাকে দলে টেনে নিয়েছে দিল্লি। ভারতীয় মুদ্রায় চার কোটি বিশ লক্ষ রূপিতে রাবাদাকে কিনেছিল তারা।

রবিবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রাবাদাবিহীন দিল্লি ডেয়ারডেভিলস।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ