১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৭

কক্সবাজারে ৫ শতাধিক ক্যান বিয়ারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আমদানি নিষিদ্ধ পাঁচ শতাধিক ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে টেকনাফ পৌরসভায় কুলাল পাড়ার একটি বাড়ি থেকে বিয়ারসহ তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন- টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার প্রয়াত আব্দুল কাদেরের ছেলে সাবের (৪৭) ও একই এলাকার প্রয়াত আজিজুর রহমানের ছেলে আক্তার হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, পৌরসভার কুলাল পাড়ার একটি বাড়িতে বিয়ার বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পলিশের একটি দল সেখানে আভিযান চালায়। পরে কুলাল পাড়ার একটি বাড়ি থেকে ৫১৫ ক্যান আমদানি নিষিদ্ধ মিয়ানমারের বিয়ারসহ দুইজনকে আটক করা হয়।

উদ্ধার করা বিয়ারের দাম দেড় লাখ টাকারও বেশি জানিয়ে ওসি বলেন, আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

মাদক আইনে মামলা দায়ের করে শনিবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৫:৪২ অপরাহ্ণ