১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

আইপিএল খেলে না বলেই টি-২০ তে এক নম্বর : ওয়াকার

স্পোর্টস ডেস্ক:

নিজেদের মাটিতে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে ধবলধোলাই করে সংক্ষিপ্ত ফরম্যাটে শীর্ষস্থান দখল করে রেখেছে পাকিস্তান। এই জয়ের ফলে টানা সাতটি টি-২০ সিরিজ জিতেছে তারা। এমন জয়ের কারণ হিসেবে দেশটির সাবেক ক্রিকেটার তথা কোচ ওয়াকার ইউনিস জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার কারণেই তাদের টিম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাচ্ছে।

তাকে উদ্ধৃত করে পাক মিডিয়া বলেছে, টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের টিম ১ নম্বর হওয়ার কারণ আমাদের ছেলেরা আইপিএলে খেলে না। সেজন্য ওরা মাটির কাছাকাছি আছে, মাথা ঘুরে যায়নি, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায়। শিশু অবস্থায় খেলা শুরুর সময় তো একটা ছেলে ভাবে না, ক্রিকেট খেলে কোটি কোটি টাকা কামাব, বরং ভালোবাসে বলেই ক্রিকেটটা খেলে।

সামগ্রিকভাবে ক্রিকেট সম্পর্কে পরিবর্তিত ধারণার কড়া সমালোচনা করে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার বলেন, পাকিস্তানে ক্রিকেট খেলে পাবে মাত্র ২৫ হাজার ডলার, আর আইপিএলে একটা ক্রিকেটার ২০ লাখ ডলার আয় করতে পারে। তাই তার কাছে আইপিএলই অগ্রাধিকার পায়। তাছাড়া এখন ক্রিকেটে প্রচুর টাকা। কয়েকটা লিগও গজিয়ে উঠেছে যেখানে টাকা আছে। ক্রিকেট বোর্ডগুলোকেই দায়িত্ব নিয়ে সুনিশ্চিত করতে হবে যে, আন্তর্জাতিক ক্রিকেট ধীরে ধীরে শেষ হয়ে যাবে না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৫:০১ অপরাহ্ণ