১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবল নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের ১০ নম্বর ডিপি পুলিশ ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিষ কুমার পাল (২৪) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টা নাগাদ আশিষ কুমার পাল ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলো। সেই সময় আকস্মিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এর আগেই ঘটনার সাথে সাথে সেখানে কর্মরত থাকা পুলিশের কনস্টেবল আশিষ কুমার পাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তিনি জানান, নিহত কনেস্টেবল আশীষের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের রাখা হয়েছে। আর আশীষের পরিবারকেও খবর পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ২:৫৮ অপরাহ্ণ