১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় গোতার দোমায় সরকারপন্থী প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর দামেস্কের আশপাশে অবরুদ্ধ বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেয়ার জন্য যুদ্ধবিরতি চুক্তির ১০ দিন পর আবারো হামলা চালানো হয়। সিরিয়ান সিভিল ডিফেন্স নামে গোতায় সক্রিয় একটি উদ্ধার কর্মী গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বিদ্রোহীদের কবজা থেকে দোমা উদ্ধারে শুক্রবার চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। টেলিভিশনের লাইফ কাভারেজে দেখানো হয়েছে, হামলার পর দোমার বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠছে।

এদিকে সিরিয়ার সরকারি বাহিনী জানায়, বিদ্রোহী গোষ্ঠী জাইস আল-ইসলাম সরকার নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালালে চারজন নিহত হয়। এ হামলার জবাবে তারা বিমান হামলা চালায়। কিন্তু গোতায় অবস্থানকারী শেষ বিদ্রোহী গোষ্ঠী জাইস আল-ইসলাম হামলার দায় অস্বীকার করেছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দোমায় যুদ্ধবিরতি ভেঙ্গে আবার হামলা চালানো হয়েছে যা খুবই উদ্বেগজনক। সেখানে এখনো অনেক মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দুটি বিদ্রোহী গোষ্ঠী রাশিয়ার সেনাবাহিনীর সাথে গোতা ছাড়ার চুক্তি করে। চুক্তির আওতায় ১৯ হাজার নাগরিক ইদলিব প্রদেশ ছেড়ে চলে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ