১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

শচীন-সঙ্গে আনন্দিত মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের। প্রথম দিনই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। ম্যাচের আগের দিন শুক্রবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেখা পেয়ে গেছেন মোস্তাফিজ। আর সেই ভালোলাগা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে ভুলেননি ‘ফিজ’।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজ শচীন টেন্ডুলকারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বহুমূল্যবান এবং স্মরণীয় মুহূর্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার স্যারের সঙ্গে। তার সাথে দেখা হওয়ায় আনন্দিত।’

শচীন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক। বর্তমানে দলটির মেন্টর হিসেবে রয়েছেন তিনি। এবারের আসরের নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই। আগের দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম আসরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ণ