২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

সৌদি বিরোধী বিক্ষোভে উত্তাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের হাজার হাজার মানুষ দেশটির রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব ও তার ভাড়াটে বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানান।
তারা সৌদি আগ্রাসন থেকে ইয়েমেনের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত রিয়াদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইয়েমেনের জনগণ তাদের দেশের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের প্রতিশোধ গ্রহণ করবে। সানায় অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ইয়েমেনের এক নারীর ওপর এক সুদানি ভাড়াটে সেনার বলাৎকারের তীব্র নিন্দা জানানো হয়। সম্প্রতি ইয়েমেনের আল-হাদিদা প্রদেশের আলখুখা এলাকার এক নারীকে ধর্ষণ করে সৌদি জোটের একজন সুদানি ভাড়াটে সেনা।
আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত আরব দেশ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন শুরু করে। এ আগ্রাসনে এখন পর্যন্ত ইয়েমেনের ১৪ হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। সেইসঙ্গে ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের ফলে দেশটির জনগণ এখন খাদ্য ও ওষুধসহ নানারকম নিত্যপণ্যের তীব্র অভাবে ভুগছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ