১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

অ্যালোনসোকে বার্সায় চাইছেন মেসি

স্পোর্টস ডেস্ক:

চেলসির হয়ে এবারের মৌসুমটি দারুণ কাটছে মার্কোস অ্যালোনসোর। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তাই স্প্যানিশ এ তারকাকে বার্সেলোনায় দেখতে আগ্রহী পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

গতবার বেশ দাপটের সঙ্গে লিগ শিরোপা জয়ের পর এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের জন্য ফেবারিট ভাবা হচ্ছিল চেলসিকে। কিন্তু এবার চ্যাম্পিয়নস লিগের শেষ-ষোলোতেই চেলসিকে বিদায় করে দেয় বার্সা। দ্বিতীয় লেগে বার্সার মাঠ ন্যু ক্যম্পে ৩-০ গোলে হারে চেলসি। ওই ম্যাচে নিজের জোড়া গোলের সঙ্গে একটি গোলে সহায়তা করেন মেসি। কাতালান ক্লাবটির বিপক্ষে চেলসি তারকা অ্যালোনসোর পারফরম্যান্স নজর কেড়েছিল মেসির।

স্প্যানিশ নিউজ আউটলেট, ডন ব্যালন  এক প্রতিবেদনে জানায়, চ্যাম্পিয়নস লিগের ওই দুই ম্যাচে অ্যালোনসোর পারফরম্যান্সে নাকি মুগ্ধ হয়েছিলেন মেসি। তাই গ্রীষ্মের দলবদলে অ্যালোনসোর মতো কিছু নতুন মুখ ন্যু ক্যাম্পে দেখতে চাইছেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। লেফট-ব্যাকে জর্দি আলবার মতো ডিফেন্ডাররা না খেললে বার্সার পারফরম্যান্সে ঘাটতি দেখা যায় বলে মনে করেন মেসি। তাই রক্ষণে শক্তি বাড়াতেই নাকি অ্যালোনসো কথা বলেছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:৩২ পূর্বাহ্ণ